মসজিদগুলো ভেঙে ফেলব ও হিজাব নিষিদ্ধ করব

 অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলের উগ্র ডানপন্থী দলের নির্বাচনী প্রার্থী এন্থনি ম্যাককিন তার নির্বাচনী প্রচারণায় বলেছেন, নির্বাচিত হলে তিনি মসজিদগুলো ভেঙে ফেলবেন এবং মুসলিম নারীদের হিজাব বা পর্দা নিষিদ্ধ করবেন। তার এ ঘোষণা কুইন্সল্যান্ডের মুসলমানদের ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করে তুলেছে। এ অঞ্চলের একজন মুসলমান নরমা পালমর বলেছেন, আমি একজন মুসলমান হিসেবে জন্ম নিয়েছি এবং আমি ইসলামের শিক্ষাগুলো পালন করতে চাই। এ ধর্ম আমাকে নির্দেশ দিয়েছে পরপুরুষদের সামনে পর্দা বা হিজাব মেনে চলার। এটি ইসলামের অন্যতম ফরজ বা অবশ্য-পালনীয় কর্তব্য।
তিনি মসজিদগুলো ভেঙে ফেলার ব্যাপারে ম্যাককিনের নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে বলেছেন, আমরা মুসলমানরা মসজিদে এসে সম্মিলিতভাবে ইবাদত করি, সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য জড়ো হই না। সূত্র : আইআরআইবি।