দাবি বাস্তবায়নে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আন্দোলন করে যাব -আল্লামা শফী

সাম্প্রতিক সময়ের ঢাকায় হেফাজতে ইসলামের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে হেফাজত নিয়ে চলছে বিভিন্ন মহলে নানা গুঞ্জন। কোন মহলের ধারণা হেফাজতের দিনক্ষণ শেষ, আবার অনেকে মনে করছে হেফাজত এখন বিধ্বস্ত। তবে হেফাজতে ইসলামকে বিধ্বস্ত মনে হলেও তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়রত। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতারা পূর্বের অবস্থানে ফেরার লক্ষ্যে অভ্যন্তরীণ যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যোগাযোগের প্রাক্কালে তারা তাদের ঘটে যাওয়া ঘটনায় ভুল-ত্রুটির পর্যালোচনা করছে। তাছাড়া সংগঠনের কার্যক্রমকে কিভাবে বেগবান করা যায় তা নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে নেতা-কর্মীরা। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক নেতা-কর্মীদের মুক্তি, নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও পুলিশী হামলা-মামলাসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে একান্ত আলাপচারিতায় কথা হয় হেফাজতের আমীর আল্লামা শাহ্্ আহমদ শফী’র সাথে। এ সময় তিনি হেফাজতের ১৩৪ দফা দাবি বাস্তাবয়নের জন্য মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে জানান।
বাংলার চোখ : হেফাজতের বর্তমান অবস্থা কি?
আমীর : হেফাজতে ইসলাম আগের অবস্থানে আছে। কিছু ইসলাম বিদ্বেষী লোক সরকারকে ভুল বুঝিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাটি ঘটিয়েছে।
বাংলার চোখ : ১৩ দফা দাবি নিয়ে হেফাজতের যে আন্দোলন তা কি এখন স্থগিত ?
আমীর : আমাদের আন্দোলন ঈমান-আক্বীদা রক্ষার। এই ১৩ দফা দাবির আন্দোলন সরকার বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং আমার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব।
বাংলার চোখ : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রকার প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়েছে কি না?
আমীর : ৫ মে এর পর থেকে আমার সাথে বা হেফাজতের কোন শীর্ষ নেতার সাথে সরকার বা সরকারের কোন মহল যোগাযোগ করেনি।
বাংলার চোখ : হেফাজত মহাসচিবসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির ব্যাপারে সরকারের সাথে আলোচনার কোন পদক্ষেপ গ্রহণ করেছেন কি না?
আমীর : সরকার কি পরিস্থিতি তৈরি করে তাদেরকে গ্রেফতার করেছে তা দেশের কোটি জনতা অবলোকন করেছে। যেহেতু ইসলাম বিদ্বেষীরা সরকারকে ঘিরে রেখেছে তাই ওদিকে না গিয়ে আমরা হেফাজতে ইসলামের মহাসচিবসহ সকল নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে আইনানুগভাবে মুক্তির ব্যবস্থা নিয়েছি।
বাংলার চোখ : হেফাজত ও আপনাদের আক্বীদা বিদ্বেষী ১৩ দফা দাবির সমালোচনা করা আলেমদের বর্তমান অবস্থা কি?
আমীর : ৫ মে মধ্যরাতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আলেম ও রাসূলপ্রেমিকদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা দেখে তাদের মধ্যে অনেকে এখন আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।
বাংলা চোখ : আপনাদের এখন নতুন কর্মসূচি কি?
আমীর : আমরা অচিরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির শীর্ষ আলেমদের সাথে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। তা আপনাদেরকে জানানো হবে।