মসজিদ-মাদরাসা ও ওলামাদের হয়রানি বন্ধ করুন -মাওলানা আহমাদুল্লাহ আশরাফ


মসজিদ-মাদরাসা ও ওলামাদের হয়রানি বন্ধ করুন -মাওলানা আহমাদুল্লাহ আশরাফ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও অযৌক্তিক আবারো রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নেতা-কর্মীদের মুক্তি ও আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। বিভিন্ন মসজিদের ইমাম-খতীব-মুয়াজ্জিন ও মাদরাসার ছাত্র-শিক্ষকদেরকে দলীয় ক্যাডারদের দিয়ে জোর করে মসজিদ-মাদরাসা থেকে বের করে দেয়া হচ্ছে এবং হুমকি-ধমকি, অপমান ও হয়রানি করা হচ্ছে। আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে ভয়ভীতি দেখিয়ে ঈমান রক্ষার আন্দোলন দমন করা যবেনা। এটা মুসলিম সংখ্যাঘরিষ্ঠ বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, আল্লাহর ওলীদের অবমূল্যায়ন ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিণতি সরকারের জন্য শুভ হবে না। তিনি আলেম-ওলামাদেরকে নির্বিগ্নে মসজিদ-মাদরাসায় দ্বীনি খেদমত আঞ্জাম দেয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান। নতুবা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
গতকাল শুক্রবার বাদ জুমা কামরাঙ্গীরচর মাদরাসায় ঘূর্ণিঝড় মহাসেনে মানুষের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায়, নিহত ও ক্ষতিগ্রস্ত এবং ৫-৬ মে শহীদদের দারাযাত বুলুন্দি ও আহতদের সুস্থতা কামনা করে অনুষ্ঠিত দোয়াপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান, যুগ্ম-মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফেজ অলী উল্লাহ ও মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।
মাওলানা আশরাফ বলেন, নিরপরাধ আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ওলামায়েকেরামদের হক কথা বলা থেকে বিরত রাখা যাবে না। নবীদের ওয়ারিশ হক্কানী আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ শত প্রতিকূলতা ও জালেমদের রক্ত চক্ষুকে ভয় না করে ঈমানী দায়িত্ব হিসাবে হকের পথে লড়েই যাবেন। এদেশের প্রত্যেক ঈমানদারদের নিকট ওলামায়েকেরাম অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলায় কলঙ্কিত করে ঈমানদার জনগণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এ মিথ্যা প্রচারণায় সরকারই ব্যাপক জনসমর্থন হারাচ্ছে।
তিনি বলেন, ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, নাস্তিকদের বিরুদ্ধে ঈমান ও ইসলাম রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। অথচ ইসলামের হেফাজতের জন্যে ঈমানী দাবি নিয়ে আন্দোলন করায় সরকার তাদেরকে শত্রু মনে করে তাদের ওপর নির্যাতন করছে।
তিনি বলেন, আলেমদেরকে হয়রানি বন্ধ না করলে এবং সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামী নির্বাচনে কোনো নবীপ্রেমিক ঈমানদার জনগণ নাস্তিকদের পৃষ্ঠপোষকদের ভোট দিবে না। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অনেক আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে।