শহীদদের রক্ত বৃথা যাবে না : আল্লামা শফী

সিলেট মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী মোবাইলে দেয়া বক্তব্য বলেন, হেফাজতের আন্দোলন শুধু দ্বীনের জন্য। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, পার্থিব কোনো ল্েয নয়। হেফাজতের দাবি আদায়ে শহীদদের রক্ত বৃথা যাবে না, দ্বীন বিজয়ী হবেই। তিনি হেফাজতের নেতাকর্মীদের সর্বপ্রকার উসকনি অগ্রাহ্য করে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলেন, আপনারা শহীদ ও আহতদের জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করছি।
তিনি গত ২৬ রমজান বিকেল ৬টায় হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার উদ্যোগে এই নগরীর ইউনাইটেড সেন্টারে মোবাইল বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। ইফতার মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর শাখার সহসভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামান। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সহসভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। মহানগর সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ খান, সহসেক্রেটারি আলহাজ মাওলানা শাহ মমশাদ আহমদ এবং মাওলানা শামসুদ্দিন মো: ইলিয়াছের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতের সিলেট জেলা আমির আল্লামা মুহিব্বুল হক। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক জামেয়া রহমানিয়া ঢাকার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা হেফাজতের সহসেক্রেটারি মাওলানা রেজাউল করিম জালালী। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মাওলানা মুহিব্বুল হক বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা প্রত্যেক মুসলমানের দাবি, প্রকৃত কোনো মুসলমান এর বিরোধিতা করতে পারে না। যারা হেফাজতের দাবি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা না বুঝে করছে, দেশের বেশির ভাগ মানুষের প্রাণের দাবি অবজ্ঞা করার পরিণতি কখনো শুভ হবে না। আল্লামা শাহ আহমদ শফী কোনো রাজনৈতিক নেতা নন, তৌহিদি জনতার হৃদয়ে আঘাতের মাশুল বর্তমান সরকারকে দিতেই হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, বিগত আওয়ামী সরকার শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (র:) সহ আলেম ওলামার ওপর নির্যাতনের কারণে পতন হয়েছিল, বর্তমান মহাজোট সরকার তা থেকে শিা না নিয়ে নব উদ্যমে আলেম-ওলামা নির্যাতনে নেমেছে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, সরকারের দায়িত্বশীলেরা হুমকি দিচ্ছেন; তাদের জানা উচিত, নবী রাসূলপ্রেমিকেরাই হেফাজতের চালিকাশক্তি, ঈমানী বল নিয়ে হেফাজত আন্দোলনে নেমেছে, হেফাজত কারো রক্তচু ভয় পায় না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সিলেট সিটি মেয়র তার বক্তব্যে গত সিটি নির্বাচনে বিপুল ভোটে তাকে নির্বাচিত করায় আলেম-ওলামাসহ নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সবার সহযোগিতা কামনা করেন। মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, বিএনপির সিলেট জেলা সহসভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট নূরুল হক, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো: নাসিম হোসাইন, শিাবিদ মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল পীর আতাউর রহমান, শিাবিদ লে. কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ, জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট ফয়জুর রহমান শাহীন, হেফাজতে ইসলাম নেতা আব্দুল হান্নান তাপাদার, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসেন সোহেল, অ্যাডভোকেট আবুল ফজল, মাওলানা গাজী রহমত উল্লাহ, কারি মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা কারি মোজাম্মিল হোসেন চৌধুরী, হেফাজত নেতা অধ্য আব্দুল হান্নান, আলহাজ মাওলানা এমরান আলম, জেলা বিএনপির যুগ্ম সেক্রেটারি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, এলডিপি নেতা সাইদুর রহমান চৌধুরী রুপা, হেফাজত নেতা মাওলানা মুহিবুর রহমান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন, মাওলানা রওনক আহমদ, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, মো: জুনেদ আহমদ, ডা: মোস্তফা আজাদ, কাউন্সিলর ছয়ফুল করিম বাকের, মাওলানা ওলিউর রহমান, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি রশীদ আহমদ, হাফেজ কয়েস আহমদ, শহীদ আনোয়ার জাহিদের বাবা আনোয়ার হোসেন, শহীদ মওদুদের বাবা আবুল হাসনাত, কারি মাওলানা ওবায়দুর রহমান, আরিফুল হক ইদ্রিছ, আসাদুজ্জামান, মো: মুর্শেদ কামাল চৌধুরী প্রমুখ।