ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে উগ্রপন্থী হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের চেষ্টা নস্যাত করে দিয়েছে দেশটির পুলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে অনুষ্ঠানের আয়োজন করায় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দসহ কয়েক শ’ কর্মীকে গ্রেফতার করা হয়। এপি। নয়াদিল্লী থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অযোধ্যায় উগ্র হিন্দুদের ধ্বংস করা বাবরি মসজিদের স্থানে ১৯ দিনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। উত্তর প্রদেশ সরকার এতে নিষেধাজ্ঞা আরোপ করে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়। রোববার শত শত হিন্দু এখানে উপস্থিত হলে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন। উল্লেখ্য, প্রায় পাঁচ শ বছর আগের মসজিদটিকে উগ্র হিন্দুরা ১৯৯২ সালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে ধ্বংস করে দেয়। এতে সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বেধে যায় এবং প্রায় দু হাজার মানুষ নিহত হয়। ২০১১ সালে ভারতের একটি নিম্ন আদালত বাবরি মসজিদের জমি তিন ভাগের এক ভাগ মুসলিমদের ও দুই ভাগ হিন্দুদের দেয়ার রায় দেয়। দেশটির উচ্চ আদালতে ওই রায়ের ওপর স্থগিতাদেশ রয়েছে।