ময়লার ‘ডাম্পিং স্টেশন’ থেকে বস্তাবন্দি অজ্ঞাতসংখ্যক লাশের কঙ্কাল, মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার হেফাজতে ইসলামের কর্মীদের লাশ গুমের অভিযোগকে আরও প্রকট করেছে বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট।
গতকাল বিকালে রাজধানীর লালবাগ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের এক জরুরি সভায় এমন দাবি করেন সংগঠনের নেতারা। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যব, অধ্যাপক মাওলানা আবদুল করীম, সহকারী মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আবুল কাশেম, মাওলানা মাঈনুদ্দিন রুহী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামী ঐক্যজোট নেতারা বলেন, আমরা জোর দিয়ে বলতে পারি, একই সঙ্গে একদিনে এতগলো লাশ একত্রিত করে ময়লার স্তূপে নিক্ষেপের বিষয়টি পরোক্ষভাবে হেফাজতের কর্মীদের লাশ গুমের ঘটনার প্রতি ইঙ্গিত করে। তারা বলেন, যদি ভিন্ন ভিন্ন দিন তাদের হত্যা করা হতো, তাহলে একেক জায়গায় লাশগুলো পাওয়া যেত। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, লাশগুলো একইদিনে ময়লার ডাম্পিং স্টেশনে ফেলা হয়েছিল।
তারা বলেন, সরকারি বিভিন্ন বাহিনী কর্তৃক ৫ মে মধ্যরাতে হেফাজতের অবস্থান কর্মসূচিতে নিরীহ জনতার ওপর চালানো গণহত্যার পর দেশি-বিদেশি বিভিন্ন মহল ময়লার গাড়িতে করে সংরক্ষিত এলাকায় লাশ গুমের যে অভিযোগ করেছিল শুক্রবার ভোরে রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লার ‘ডাম্পিং স্টেশন’ থেকে বস্তাবন্দি অজ্ঞাতসংখ্যক লাশের কঙ্কাল, মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার ওই অভিযোগকে আরও প্রকট করেছে।
ইসলামী ঐক্যজোট নেতারা সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে উদ্ধারকৃত অজ্ঞাতসংখ্যক লাশের কঙ্কাল, মাথার খুলি ও হাড়গোড়ের ডিএনএ টেস্ট করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার দাবি জানান।