গণজাগরণ মঞ্চের কর্মী শাহবাগিদের লাঠিপেটা করে শাহবাগ থেকে বিতাড়িত করায় এবার ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাপা আয়োজিত ইফতার পার্টিতে এরশাদ বলেন, ছাত্রলীগকে আমি ধন্যবাদ জানাবো শাহবাগ চত্বর থেকে ওদের তাড়িয়ে দেয়ার জন্য।অতীতে আমি ছাত্রলীগের সমালোচনা করলেও এই একটি ভালো কাজ তারা করেছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, আহসান হাবিব লিংকন, গোলাম কিবরিয়া টিপু, এসএমএম আলম, এটিএম গোলাম মাওলা চৌধুরী। অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেন, আমি ছাত্রলীগকে খারাপ জানতাম। সব সময় ছাত্রলীগের সমালোচনা করতাম। কিন্তু তারা গণজাগরণ মঞ্চের কর্মীদের বিতাড়িত করায় আন্তরিক মোবারকবাদ রইল।
আগামী নির্বাচন বিষয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, জাতীয় পার্টির এখন সুসময়। তোমরা আমার ওপর আস্থা রাখো। আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবো।
আগামী নির্বাচন বিষয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, জাতীয় পার্টির এখন সুসময়। তোমরা আমার ওপর আস্থা রাখো। আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবো।