তথ্য মন্ত্রণালয়ের চিঠির জবাব : ৬ মে ভোররাতে শাপলা চত্বরে নিহত ৬১ জনের পরিচয় জানা গেছে

মতিঝিলের শাপলা চত্বরে গত ৬ মে গভীর রাতে হেফাজতে ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার পরিচালিত গণহত্যার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের চিঠির জবাব দিয়েছে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার। 
অনুসন্ধান চালিয়ে গত ১০ জুন অধিকার জানায়, সেই রাতে নিহত ৬১ জনের পরিচয় জানতে পেরেছে তারা। সেই সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়। তথ্য মন্ত্রণালয় ওই রিপোর্টটি চেয়ে পাঠায়।


তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই রিপোর্টের কোনো সম্পর্ক না থাকলেও দৃশ্যত আওয়ামী লীগ সরকারের রোষানলে থাকা অধিকারকে হয়রানি করার জন্যই এই রিপোর্টটি চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
গতকাল অধিকারের পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানের পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়, গত ১০ জুলাই অধিকারের কাছে ওই অনুসন্ধানী রিপোর্টটি চায় তথ্য মন্ত্রণালয়। তাই অধিকার সেই রিপোর্টের মুদ্রিত কপি তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৬ মে অবরোধ কর্মসূচি শেষে রাতে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলামের মুসল্লিরা। গভীর রাতে যখন হেফাজত কর্মীরা ঘুমে অচেতন ছিলেন, কেউ তাহাজ্জুত নামাজ পড়ছিলেন অথবা জিকির করছিলেন, তখন নির্বিচারে গুলি চালায় সরকারের নিরাপত্তা বাহিনী। 
সরকার বলছে, এতে কেউ মারা যায়নি। তবে হেফাজত নেতারা বলছেন, তারা দুই শতাধিক নিহতের তথ্য পেয়েছেন। তবে এখনও বহু লোক নিখোঁজ রয়েছে। অধিকারের অনুসন্ধানে অন্তত ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।