দেশের বর্তমান আর্থ-রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘দেশের অবস্থা এমন হবে জানলে আমি মুক্তিযুদ্ধ করতাম না।’ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী শাখা আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী যে সমস্ত কথা বলেন, এসব কথা বললে আমার মনে হয় কোনো মুসলমান আর মুসলমানই থাকে না।’ রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদি।
প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ। আয়োজকরা জানান, ইফতারের আগে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক। এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব সম্পাদক এম এম বাহাউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।