সমর্থন দেয়ায়


হেফাজতকে সমর্থন দেয়ায় খালেদার বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম, ০৬  মে (সিটিজি টাইমস ডটকম)- হেফাজতে ইসলামের কর্মসূচিতে সমর্থন দেয়ার জন্য বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সোমবার সচিবালয়ে হেফাজতের সহিংসতা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে হেফাজতকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। যদি তারা করতে চায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে তা দমন করবে।