আল্লামা শফী চট্টগ্রামে



চট্টগ্রাম, ০৬  মে (সিটিজি টাইমস ডটকম)- হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী চট্টগ্রামে পৌঁছেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি। এর আগে বিকাল ছয়টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
চট্টগ্রামে আবহাওয়া খারাপ থাকায় ঢাকা থেকে উড়োজাহাজ ছাড়তে বিলম্ব হয়। তাই সঠিক সময়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে ফ্লাইট ছাড়তে পারেনি বলে জানায় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
প্রথমে ধারণা করা হয়, তাকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশের লালবাগ জোনের ডিসি হারুন সাংবাদিকদের জানান, আল্লামা শফীকে চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। অবরোধ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। কিন্তু দুপুর থেকে রাজধানীর বিভিন্নস্থানে হেফাজতে ইসলাম-পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অনেক নেতাকর্মী নিহত হয়।