নির্বাচনে আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থীদের কাছেও হারবে : কদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, আওয়ামী লীগ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আর সে নির্বাচনে বিএনপি যদি না যায়, তাহলে স্বতন্ত্র প্রার্থী তো আর ঠেকিয়ে রাখা যাবে না। সেই স্বতন্ত্র প্রার্থীদের কাছেও আওয়ামী লীগ হারবে। আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘গণমাধমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুই নেত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন
, আমাদের রাজনীতিতে প্রধান শক্তি হলো শেখ হাসিনা ও খালেদা জিয়া। তারা যদি রাজনীতির চর্চা করেন তাহলে এদেশ সোনার দেশে পরিণত হবে। তবে শেখ হাসিনার ওপর আমার কোন আশা নেই। এখন খালেদা শেষ ভরসা। তার কাছে আশায় বুক বেধে আছি। তিনি যদি সঠিক পথে দেশকে পরিচালিত করেন তাহলে জাতি উপকৃত হবে। তিনি বলেন, বিএনপিকে মানুষ গ্রহণ করেনি। তাদেরকে যদি মানুষ গ্রহণ করতো তাহলে এক থেকে দেড় বছর আগেই হাসিনা সরকার বঙ্গোপসাগরে ডুবে যেতো। তবে বিএনপি যদি মনে করে পাঁচটি সিটিতে মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়ী করেছে তাহলে তাদের সর্বনাশ।