সময় এলে সব খুলে বলব : বাবুনগরী

৬০ দিন পর হাটহাজারী মাদ্রাসায়

হেফাজতের দুর্গ বলে খ্যাত দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় দুই মাস পর ফিরলেন হেফাজতে ইসলামের মহাসচিব আলস্নামা জুনায়েদ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় মাগরিবের নামাজ পড়ে তিনি বন্দর চট্টগ্রামের সিএসসিআর নামক একটি প্রাইভেট ক্লিনিক থেকে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। এ বিষয়টি নিশ্চিত করেন মহাসচিবের সাথে থাকা হাটহাজারী মাদ্রারাসার ছাত্র মাওলানা মো. লোকমান। এসময় তার সাথে ছিলেন হেফাজতের নেতৃবৃন্দ।
মহাসচিব হাটহাজারী মাদ্রাসায় পৌঁছুলে তাকে বরণ করে নেন হেফাজতের নায়েবে আমীর হাফেজ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াছ, মাওলানা হারম্নন, মাওলানা ইয়াহিয়া, পৌর হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদ্রিছ, সম্পাদক জুনায়েদ বিন ইয়াহিয়া, মাওলানা নাসির উদ্দিন মুনির প্রমুখ। তিনি এসময় সাংবাদিকদের বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমান সরকার বলছে আমরা জামায়াতসহ ১৮ দলীয় জোটের সাথে অাঁতাত করে বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাসিত্মর দাবিতে হেফাজত ইসলাম আন্দোলন করছে। তিনি আরো বলেন চার সিটি নির্বাচন ও বর্তমান গাজীপুর নির্বাচনের সাথে হেফাজতের সম্পর্ক নেই। সাধারন জনগন যাকে পছন্দ তাকেই ভোট দিবে। ভোট দেওয়া জনগনের নাগরিক অধিকার। ৫মে ঘটে যাওয়া কোন ঘটনার সাথে হেফাজতের কোন সম্পর্ক নেই। অহেতুক আমার বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়েছে। তারা আমাকে রিমান্ডে নিয়ে গিয়ে অনেক টর্চার (শাস্তি) করতে চেয়েছে। উপরের নির্দেশে তা তারা পারেনি। তবে সময় এলে সব খুলে বলব। হেফাজত নিভে গেছে বললে ভুল হবে। দলীয় কর্মকান্ড সক্রিয় রাখতে আসন্ন রমজানে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল, আলোচনা সভা ও ১৩ দফার পÿÿ জনমত সৃষ্টি করা হবে। তাছাড়া ঈদের পর দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আন্দোলনের ছক নির্ধারন করা হবে। আমরা সব সময় নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। জুনায়েদ বাবুনগরী তৌহিদী জনতার উদ্দেশে বলেন আপনারা প্রস্ত্তত থাকবেন। যখন ডাক আসে ইসলামের জন্য শহীদ হতে এগিয়ে আসবেন। ইসলামের দুশমন পূর্বেও ছিল, এখনো আছে। তাদের কঠোর হস্তে প্রতিহত করতে হবে। ইনশাল্লাহ আমরা তা পারব। আপনারা ধৈর্য ধরুন।
সূত্র আরো জানায়, মহাসচিব তার কর্মস্থলে কিছু সময় অতিবাহিত করার পর তাঁর জন্মস্থান ফটিকছড়ির দৌলতপুরের বাবুনগর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। তবে নিজ গ্রাম থেকে কবে ফিরবেন সে বিষয়টি সূত্র নিশ্চিত করে বলতে পারেননি। তাঁর আগমনকে কেন্দ্র করে তার কর্মস্থল যেমন খুশির আমেজ পরিলক্ষিত হয় ঠিক তেমনি তার নিজ গ্রামের বাড়ি বাবুনগরে উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ শেষে তার কর্মস্থল তথা চট্টগ্রামে ফেরার পথে তাকে আইনশৃংঙ্খলা বাহীনির সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় তাকে আটক দেখিতে তার দুই দফায় রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে থাকাকালীন সময়ে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে।