সিটি নির্বাচনে পরাজয়ের প্রধান কারণ শাহবাগ চত্বর : এরশাদ

সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট প্রার্থী হারার প্রধান কারণ শাহবাগ চত্বর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির তথ্য উপস্থাপন বিষয়ক সম্মেলনে এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, এই শাহবাগ চত্বর দেশকে বিভক্ত করেছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম এদের থামান। তিনি আমার কথা শুনেননি। তিনি আরো বলেন, শাহবাগ চত্বরের কারণে হেফাজতে ইসলাম সৃষ্টি হয়েছে। আর হেফাজতের কারণেই গাজীপুরসহ অন্যান্য সিটি নির্বাচনে সরকারকে পরাজয় বরণ করতে হয়েছে।
এরশাদ বলেন, মানুষের মন উঠে গেলে আর ফেরানো যায় না। গাজীপুর নির্বাচনই তার প্রমাণ। গাজীপুর নির্বাচনে জাতীয় পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরের নির্বাচনে মহাজোট প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন দেওয়ায় জাতীয় পার্টির কোনো ক্ষতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, কী কারণে শেষ মুহূর্তে সমর্থন দেয়া হয়েছে, তা একদিন জানাবো। এরশাদ অভিযোগ করেন, দেশ ঠিকভাবে চলছে না। একজন পাতি নেতার কথায়ও ওসি, এসপি, ডিসি বদলি হয়। হুকুম দিয়ে মানুষ মারা হয়। অথচ আমি মাত্র দু’জন (ডা. মিলন ও নূর হোসেন) লোকের মৃত্যুর কারণে ক্ষমতা ছেড়েছি। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যেখানে রায়ের পর আইন পরিবর্তন হয়। এখানে যুদ্ধাপরাধের বিচার বলে এ বিষয়ে কেউ কথা বলেনি। অনুষ্ঠানে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।