হেফাজতের আন্দোলন অব্যাহত থাকবে

হেফাজতের আন্দোলন অব্যাহত থাকবে: আল্লামা শফী

চট্টগ্রাম ১৫ জুন (সিটিজি টাইমস ডটকম)- হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, কারো ভয়-ভীতিকে হেফাজতে ইসলাম ক্ষান্ত নয়। ইসলাম বিরোধী ওই সব নাস্তিকদের ভয়-ভীতিকে তোয়াক্কা না করে হেফাজতে ইসলামের আন্দোলন অব্যাহত থাকবে আজীবণ। তবে আপাতত কোন কর্মসূচি নেই। চলতি মাসে কওমী পন্থি মাদ্রাসা গুলোর পরীক্ষা তথা রমজানের ঈদের পর আসবে কর্মসূচি।

তিনি আরো বলেন, ইসলাম বিদ্বেষীদের নিয়ে চক্রটি হেফাজত তথা হেফাজতের কর্মকান্ড নিয়ে বিরোধিতা করছেন। ইসলাম ও নবীর দুশমনদের দেশের তৌহিদী জনতা কখনো ছাড় দিবে না।
 শনিবার (১৫ জুন) দুপুরে হেফাজত আমীরের সাথে তার কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা মুফতি ওয়াক্কাস ও হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলার সভাপতি মাওলানা আবদুল হামিদ প্রকাশ মধুপুরের পীর এর সাথে সাক্ষাতকালে হেফাজত আমীর উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
সক্ষাতকালে হেফাজত আমীর ও হেফাজত নেতারা তাদের সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। এছাড়া সামনে কিভাবে হেফাজতে ইসলামকে সাংগঠনিকভাবে আরো ব্যগবান করা যায় সে বিষয়ে একে অপরকে পরামর্শ দেন। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।