মদীনা মোনাওয়ারায় ওলামা সম্মেলন

সকল ওলামায়ে কেরামের মামলা প্রত্যাহারের দাবীতে মদীনা মোনাওয়ারায় ওলামা সম্মেলন

ইসলামিকনিউজ,মদীনা : হেফাজতে ইসলাম বাংলাদেশ মদিনা মোনাওয়া জোনের উদ্যোগে গত ৩রা জুন সোমবার রাত ১০টায় মদীনার হোটেল মুনা প্যালেস মিলনায়তনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ সকল কারা বন্দি ওলামায়ে কেরামের মুক্তি ও হেফাজতে ইসলামের মহা-সচিব আল্লামা জুনাইদ বাবুনগরী সহ সকল ওলামায়ে কেরামের মামলা প্রত্যাহারের দাবীতে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মদিনা মোনাওয়াহ জোনের সম্মানিত আহবায়ক মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ওলামা সম্মেলনে বক্তব্য রাখেন মাও: রফিকুল ইসলাম আল মাদানী, মাও: জালাল উদ্দীন, মাও: আ: রহমান, মাও: ইমদাদ আল মাদানী, মাও: মাসিহউল্লাহ আল মাদানী, মাও: মাইনুদ্দিন, মাও: মাসুম বিল্লাহ আল মাদানী, হাফেজ শাহাদাত, মাও: জাহাঙ্গির, কাজী রুহুল আমিন, মাও: বশীর আহমাদ, মাও: হাফিজ, মাও: নাঈম, মাও: মোস্তাফিজুর রহমান, মাও: আ: জলিল প্রমুখ।

মাও: সুফিয়ান আনীস আল মাদানীর পরিচালনায় সমাবেশে বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ সকল কারা বন্দি ওলামায়ে কেরামের মুক্তি ও হেফাজতে ইসলামের মহা-সচিব আল্লামা জুনাইদ বাবুনগরী সহ সকল ওলামায়ে কেরামের মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে দেশ ও ইসলাম বিরোধী শক্তি আখ্যায়িত করে দেশের মানুষদেরকে এই জালেম সরকার থেকে সাবধান থেকে দাঁত ভাঙা আন্দোলন গড়ে তোলার আহবান জানান । 
হেফাজতে ইসলাম রিয়াদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি মাও: রেজাউল করিম বলেন, ইসলাম যদি শেষ হয়ে যায় তাহলে আমরা বেচে থেকে লাভ কি? তিনি সকল মুসলমানদেরকে আল্লামা আহমাদ শফি সাহেবের সাথে ঐক্যবদ্ধ থেকে এই জালিমদেরকে প্রতিহত করার আহবান জানান।
সুনামধন্য ক্বারী, ক্বারী বেলায়েত সাহেবের সাহেবজাদা মাও: মাসীহউল্লাহ আল মাদানী বলেন, আল্লামা আহমাদ শফিকে মাঠ পর্যায়ের নেতা হিসাবেও আমরা চিনতাম না। আল্লাহ রাব্বুল আলামীন তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য উনাকে নির্বাচন করেছেন। অতএব তাঁর নেতৃত্বে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।  তিনি আরো বলেন, যারা দেশ ও ইসলামের  শত্র“ আলেম-ওলামা ও সাধারণ মসলমানদের হত্যাকারী,  তাদের পরাজয় বেশি দুরে নয়।
হেফাজতে ইসলাম উত্তর রিয়াদের সম্মানিত সভাপতি শায়েখ আ: সালাম পাটওয়ারি বলেন, যে বাংলাদেশে মানুষের দিন শুরু হয় ফজরের আযানের সাথে, শেষ হয় মাগরিবের আযানের সাথে, সেই দেশের সরকারের উপর নাস্তিকতার ভূত চেপে বসেছে। ঐ ভুত আমাদের দুর করতে হবে ।
মাও: আহমাদ কবীর সিকদার বলেন, স্বাধীনতার পর আলেম ও জনসাধারনের এই ঐক্য জাতি আর দেখে নাই। অতএব, আন্দোলন করা যেমন ঈমানী দায়িত্ব, এই ঐক্য টিকিয়ে রাখাও আমাদের ঈমানী দায়িত্ব ।
সভাপতির ভাষণে মাওলানা মাদানী বলেন, দেশ আজ খুবই ক্রান্তিকাল অতিক্রম করছে। নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বর্তমান সরকার ইসলাম ধর্ম, আলেম-ওলামা ও মুসলমানদের বিরুদ্ধে এক কঠিন ষড়যন্ত্রে মেতেউঠেছে। তিনি বলেন, বর্তমান সরকার আলেম হত্যাকারী সরকার। তারা হত্যা, লুন্ঠন, দমন ও নিপীড়ণের সরকার। এরা ইসলাম ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। পবিত্র ধর্ম ইসলাম এবং আল্লাহ ও রাসুল সা: এর অবমাননাকারীদের পশ্রয় দিচ্ছে। তিনি আরো বলেন, এক দল ষড়যন্ত্রকারী হেফাজত ইসলামকে বিভিন্ন ভাবে আঘাত করছে এবং ফাটল সৃষ্টি করার জন্য সরকার, ইসলাম বিরোধী মিডিয়া নামধারী কিছু ভন্ড আলেমদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি সকল আলেমদেরকে এ ধরনের ষড়যন্ত্র থেকে সাবধান থাকার আহবান জানান এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।