মসজিদে গান-বাজনা বাদ্যযন্ত্র বাজবে

আ’লীগ আবার ক্ষমতায় এলে মসজিদে গান-বাজনা বাদ্যযন্ত্র বাজবে -কাদের সিদ্দিকী
টাঙ্গাইল  জেলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে গান-বাজনা ও বাধ্যযন্ত্র বাজবে। বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহ ও রাসূলের নাম বাদ দেয়ায় আমি ছাড়া কেউ প্রতিবাদ করেনি। যদি রাষ্ট্র চালাতে হয় সংবিধানে আল্লাহ ও রাসূলের নাম পুনর্বহাল করতে হবে। শাহবাগে যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা বললো- তাদের তিন মাসব্যাপী পোলাও-কোরমা খাওয়ানো হয়েছে। কিন্তু হেফাজতের কর্মীদের এক দিনও খোলা আকাশের নিচে থাকতে না দিয়ে তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। গত শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। কালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল করিম মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, ইকবাল সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, শফিকুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম, আবদুল হালিম সরকার লাল, জুলফিকার শামীম, আশিক জাহাঙ্গীর প্রমুখ।