৫ মে রাতে শাপলা চত্বরে আলেম হত্যার অভিযোগ সংসদে
সংসদ প্রতিবেদক
৫ মে শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার নিরীহ আলেমকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য। সোমবার সন্ধ্যায় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পুরক প্রশ্নে এই প্রসঙ্গটি উত্থাপন করেন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্ন করতে গিয়ে রানু বলেন, একজন অনির্বাচিত ব্যক্তি হয়ে যদি আপনি স্পিকার হতে পারেন তাহলে অনির্বাচিত ব্যক্তিকে দিয়ে তত্ব¦াবধায়ক সরকার কেন হতে পারবে না। তিনি বলেন, সারাদেশে হত্যার উৎসব চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে উদ্দেশ্য করে বলেন, ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে রাতের আধারে বাতি নিভিয়ে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এভাবে আলেমদের যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা।
ধর্মপ্রতিমন্ত্রী জবাব দিতে দাঁড়িয়ে মতিঝিলের শাপলা চত্বরে হত্যার অভিযোগের বিষয়টি এড়িয়ে যান। তিনি অন্য প্রসঙ্গে প্রশ্ন করলে ভালো হতো মন্তব্য করেন। এছাড়া স্পিকারের অনির্বাচিত হওয়ার প্রসঙ্গটি উত্থাপনেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী।
ধর্মপ্রতিমন্ত্রী জবাব দিতে দাঁড়িয়ে মতিঝিলের শাপলা চত্বরে হত্যার অভিযোগের বিষয়টি এড়িয়ে যান। তিনি অন্য প্রসঙ্গে প্রশ্ন করলে ভালো হতো মন্তব্য করেন। এছাড়া স্পিকারের অনির্বাচিত হওয়ার প্রসঙ্গটি উত্থাপনেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী।