
ষ্টাফ রিপোর্টার: ইসলাম ও দেশরক্ষায় ওলামায়ে কেরামের রক্ত ও ত্যাগ কখনও বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন দেশ শীর্ষ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি গতকাল উপমহাদেশের অন্যতম বৃহত্ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদরাসায় দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর) সমাপনীবর্ষের বোখারি শরিফের শেষ ক্লাসের পর আখেরি মোনাজাত ও বিশেষ দোয়া মাহফিলে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা দেশের জন্য শহীদ হয়েছে, ইসলাম ও ঈমানের হেফাজতের জন্য রক্ত দিয়েছে। তারা কোনো গদির জন্য কিংবা কাউকে গদিতে বসানো বা নামানোর জন্য শহীদ হয়নি। নাস্তিক্যবাদের বিরুদ্ধে ও দেশ রক্ষায় ওলামায়ে কেরামের এই রক্ত ও ত্যাগ কখনো বৃথা যাবে না।
আল্লামা শাহ আহম্মদ শফী তরুণ আলেমদের সতর্ক করে বলেন, ঈমান-আকিদা ও ইসলামের জন্য যে কোন পদক্ষেপ যেন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হয়, সেদিকে নজর রাখবেন। কারণ, মুসলমানরা সুশৃঙ্খল জাতি। ইসলামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের কোনো স্থান নেই।
খতমে বুখারি ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা কাতেব সুলায়মান আরমান, মাওলানা শফিউল আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক), স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ শীর্ষ পর্যায়ের ইসলামী নেতা, ওলামা-মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ষ্টাফ রিপোর্টার: ইসলাম ও দেশরক্ষায় ওলামায়ে কেরামের রক্ত ও ত্যাগ কখনও বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন দেশ শীর্ষ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি গতকাল উপমহাদেশের অন্যতম বৃহত্ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদরাসায় দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর) সমাপনীবর্ষের বোখারি শরিফের শেষ ক্লাসের পর আখেরি মোনাজাত ও বিশেষ দোয়া মাহফিলে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দেশের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা দেশের জন্য শহীদ হয়েছে, ইসলাম ও ঈমানের হেফাজতের জন্য রক্ত দিয়েছে। তারা কোনো গদির জন্য কিংবা কাউকে গদিতে বসানো বা নামানোর জন্য শহীদ হয়নি। নাস্তিক্যবাদের বিরুদ্ধে ও দেশ রক্ষায় ওলামায়ে কেরামের এই রক্ত ও ত্যাগ কখনো বৃথা যাবে না।
আল্লামা শাহ আহম্মদ শফী তরুণ আলেমদের সতর্ক করে বলেন, ঈমান-আকিদা ও ইসলামের জন্য যে কোন পদক্ষেপ যেন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হয়, সেদিকে নজর রাখবেন। কারণ, মুসলমানরা সুশৃঙ্খল জাতি। ইসলামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের কোনো স্থান নেই।
খতমে বুখারি ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা কাতেব সুলায়মান আরমান, মাওলানা শফিউল আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক), স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ শীর্ষ পর্যায়ের ইসলামী নেতা, ওলামা-মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
খতমে বুখারি ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা কাতেব সুলায়মান আরমান, মাওলানা শফিউল আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক), স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ শীর্ষ পর্যায়ের ইসলামী নেতা, ওলামা-মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।