হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্রগ্রাম মহানগর তারিখ ঃ ০৪/০৯/২০১৪ ইং
“দি গার্ডিয়ানের সংবাদ রহস্য জনক”
পবিত্র মক্কা মদিনা নিয়ে যে কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না বিশ্ব মুসলিম
হেফাজতে ইসলাম চট্রগ্রাম মহানগর
“দি গার্ডিয়ানের সংবাদ রহস্য জনক”
পবিত্র মক্কা মদিনা নিয়ে যে কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না বিশ্ব মুসলিম
হেফাজতে ইসলাম চট্রগ্রাম মহানগর
হেফাজতে ইসলাম চট্রগ্রাম মহানগরের উদ্যোগে এক জরুরী সভা মহানগর অস্থায়ী কার্যালয়ে নগর সভাপতি হাফেজ মাওঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় মহানগর সেক্রেটারী ও কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওঃ মঈনুদ্দীন রুহী বলেন, হেফাজতে ইসলাম সবসময় ইসলাম ও মুসলমানদের পাশেই থাকবে ইসলামের যে কোন দুঃসময়ে এবং আল্লাহর একাত্ববাদ ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ইজ্জত রক্ষায় হেফাজতের নেতৃবৃন্দ যে কোন ত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
জনাব রুহী বলেন, সম্প্রতি গণমাধ্যমে পবিত্র মদিনা শরিফের মসজিদে নব্বী থেকে হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক সরিয়ে নেওয়ার যে খবর লন্ডন ভিত্তিক প্রভাবশালী পত্রিকা “দি গার্ডিয়ানের” উদ্বৃতি দিয়ে বাংলাদেশে প্রচার করা হচ্ছে তা অবশ্বই রহস্য জনক, পৃথিবীর অন্য কোন প্রচার মাধ্যম এমনকি মুসলিম বিশ্বের অন্য কোন পত্রিকায় এ ধরনের সংবাদ পরিবেশন করেনি “দি গার্ডিয়ানের” সংবাদটি কোন তথ্য বিত্তিক, বা কোন উদ্দেশ্য প্রণোদিত কিনা তা মুসলিম বিশ্বকে ভেবে-চিন্তে দেখা দরকার। বর্তমানে মুসলিম দেশের মধ্যে আপষে যুদ্ধ হানাহানি বিশৃংখলা লাগিয়ে রাখা পশ্চিমা বিশ্বের অন্যতম কৌশল। বিশ্ব মুসলিমকে বিভ্রান্ত করার অপকৌশল হিসাবে উদাসিন ভাবে “দি গার্ডিয়ান” পত্রিকা এ ধরনের সংবাদ পরিবেশন করেছে আমার বিশ্বাস। জনাব রুহী আরো বলেন, পবিত্র মক্কা মদিনা হচ্ছে মুসলমানদের আত্বা, হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মসজিদে নববীর পাশেই অবস্থিত, সৌদিবাদশা নয় শুধু, কোন ক্ষুলাংগারও যদি পবিত্র মক্কা-মদিনার ব্যাপারে কোন ধরনের কঠুক্তি বা ষড়যন্ত্র করে বিশ্ব মুসলিম তার দাত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে, আমরা বিশ্বাস করি ইহুদী নাসরা সাম্রাজ্যবাদী গোষ্টি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য “দি গার্ডিয়ানের” মত মতলববাজ পত্রিকা দিয়ে এ ধরনের ষড়যন্ত্র করতে পারে, আমরা অবশ্যই এই ন্যাক্ষার খবরের নিন্দার পাশাপাশি পর্যবেক্ষন করব, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি মাওঃ লোকমান হাকিম, মাওঃ আব্দুল জব্বার, মাওঃ মুফতি হাসান মুরাদাবাদী, সহ-সেক্রেটারী মাওঃ হাজী মোজাম্মেল হক, মাওঃ কাতেব ইলিয়াস ওসমানী, মাওঃ হাফেজ ফায়সাল, মাওঃ আ.ন.ম আহমদ উল্লাহ, মাওঃ ইউনূস, মাওঃ আনোয়ার হোসেন রব্বানী, মাওঃ আবু তাহের ওসমানী, মাওঃ ইয়াসির মোহাম্মদ আরিফ, মাওঃ ইকবাল খলিল, মাওঃ সায়িম উল্লাহ, মাওঃ ওসমান কাশেমী, মাওঃ শিবলী নোমানী, মাওঃ আবু সৈয়দ প্রমূখ
বার্তা প্রেরক
মাওঃ আ.ন.ম আহমদ উল্লাহ
প্রচার সম্পাদক চট্রগ্রাম মহানগর
মোবাইল ঃ ০১৮১৬-১১৯৯২৯
মাওঃ আ.ন.ম আহমদ উল্লাহ
প্রচার সম্পাদক চট্রগ্রাম মহানগর
মোবাইল ঃ ০১৮১৬-১১৯৯২৯