সম্প্রতি কিছু দালালচক্র নিজেদের হীনস্বার্থ হাসিলের জন্য কোটি কোটি তাওহিদী জনতার মহান রাহবার হেফাজত অমীর ও তাঁর পুত্র মাওঃআনাস মাদানী সহ হেফাজত নেতৃবৃন্দের বিরূদ্ধে ডাহা মিথ্যা,বানোয়াট,কল্পকাহিনি প্রচার করে আসছে| কিসের আশায় তাঁরা এগুলো করতেছে.তবে আমরা এতটুকু জানি এর দ্বারা হেফাজতের ঈমানী আন্দোলনের ফসল (পূণ্য) আল্লাহর কাছে পেয়ে যাবে| যা আল্লাহর অঙ্গিকার তিনি কখনো খেলাফ করেন না| হেফাজতের কোন ক্ষতি হবেনা| বরং তাদের কৃতকর্মের কারনে আখিরাত তথা পরজীবন অন্ধকারের অতল গহবরেনিজের স্থান নিচ্ছে| মহা নবীর(সঃ)সম্মান মহান আল্লাহর পর সর্বোপরি সবার উর্দ্ধে, যাহা ঐশী ও জগত স্বিকৃত| মহা নবী (সঃ)' ও তাঁর প্রেমিকদের বিরূদ্ধে গিয়ে কেও পার পেয়ে যাবে একথা ভাবলে চরম করবে|ইতিহাসের দিকে সুস্থ মস্তিস্কে একবার দৃষ্টি দেওয়ার পরামর্শ দিচ্ছি সেই কুলাঙ্গারপাপিষ্ট নরাধমদের| সকলে সুবুদ্ধি ও সুমতি কামনা করি|