হেফাজতে ইসলাম লালবাগ জোনের ইফতার
জীবন দিয়ে হলেও ঈমান রক্ষা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
স্টাফ রিপোর্টার : জীবন দিয়ে হলেও ঈমান রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। ইসলামের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র কঠোরহস্তে মোকাবিলা করার ঘোষণাও দিয়েছে তারা।
গতকাল শুক্রবার রাজধানীর লালবাগ মাদরাসায় হেফাজতে ইসলাম লালবাগ জোনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ ঘোষণা দেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ। এছাড়াও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফখরুল ইসলামসহ হেফাজতে ইসলাম লালবাগ জোন ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মুহাম্মদ (সাঃ)-এর সম্মান রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়। সেই সাথে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। পবিত্র রমযানে বিশেষ ইবাদাত করে আল্লাহর কাছে দোয়া করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়।