মোল্লারা গদি চায় না বরং গদিতে যারা যায় তাদেরকে মোল্লা বানাতে চায়-আবু তালেব
চট্টগ্রাম ১৯ জুন (সিটিজি টাইমস ডটকম)- হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, ঈমানদার মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না। যারা আল্লার কোরআন বুকের ভিতর ধারণ করে তারা কখনও কোরআন পুড়াতে পারে না। আমরাতো কোরআন রক্ষার অন্দোলনে মেনেছি। গত ৫ মে কোরআন পোড়ানোর ঘটনার সাথে অহেতুক হেফাজতে ইসলাম এর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, হেফাজত কখনও শেষ হবে না।
হেফাজতের বরকত শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এখন ডাক দিলে আগের আগের
চেয়ে দ্বিগুণ হবে। অনেকে মনে করেন মোল্লারা কিছু বুঝে না। মোল্লারা যে
বুঝে তা তারা জানে না। তবে মোল্লারা গদি চায় না। বরং গদিতে যারা আছে
তাদেরকে মোল্লা বানাতে চায়।
এছাড়া তিনি চার সিটি নির্বাচনে বিজয়কে
ইঙ্গিত করে বলেন, হেফাজত যা আশা করেছে নির্বাচনে তা হয়েছে। এজন্য তিনি
আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং সামনে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি
কর্পোরেশন নির্বাচনে ইসলামের খেদমত করার মত লোক নির্বাচিত হওয়ার জন্য
দোয়া করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হেফাজতে ইসলামের
কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগবী বলেন,বর্তমান
সরকার ইসলামকে ধ্বংস করার জন্য যে আইন প্রণয়ন করছে তা এদেশের তৌহিদি জনতা
কখনও মেনে নিবেনা। ৫ মে আমরা যুদ্ধ করতে যায়নি। মুসলমানদের ঈমান রক্ষার
কাজ করতে গিয়েছি। ৯০ ভাগ মুসলমানের দেশে একজন মুসলমান থাকা পর্যন্ত
নাস্তিকদের এদেশে থাকতে পাবরে না।
বুধবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায়
ডালিয়া-নুসরাত মেমোরিয়াল ট্রাষ্ট কতৃক পরিচালিত হাটহাজারী পৌরসভার মিরের
খিল গ্রামে আমাতুন নূর নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার মিলয়াতনে হেফ্জ
সম্পন্নকারী হাফেজগণদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
উল্লেখিত অভিমত ব্যক্ত করেন।
বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক
মন্ত্রী মীর মো: নাছির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড.
ছিদ্দিক আহমদ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মাহামুদ, ড. ফোরকান,
নানুপুর মাদ্রসার মোহাদ্দেস শেখ আহামদ, ইছাপুর তাজবিদুল কোরআন মাদ্রাসার
মহাপরিচালক মাওলানা জাহেদ উল্লাহ, হাটহাজারী কলেজের অধ্যক্ষ মির কফিল
উদ্দিন, আব্দুর রহমান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক
সোলায়মান মঞ্জু, এড. নাজিম উদ্দিন, ডালিয়া-নুসরাত মেমোরিয়াল ট্রাষ্ট এর
মুহাম্মদ সেলিম উদ্দিন রেজা প্রমুখ।
মাদ্রসার পরিচালক হাফেজ মাওলানা মো: আরিফ
উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে মাদ্রাসার হেফ্জ সম্পন্নকারী ২০ জন
হাফেজকে পাগড়ী প্রদান করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী
মুনাজাত পরিচালনা করেন হেফাজত আমীর।