হেফাজতের ওপর তাণ্ডব নিয়ে মিথ্যাচার করেছেন পুলিশ কমিশনার : এরশাদ _ May, 2013
গভীর রাতে হেফাজতের ওপর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যে তাণ্ডব ছিল তা নিয়ে পুলিশ কমিশনার মিথ্যাচার করেছেন দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কুরআন তেলাওয়াতরত এবং ঘুমন্ত হেফাজতকর্মীদের ওপর গভীর রাতে এভাবে যৌথবাহিনীর অভিযান চালানো ঠিক হয়নি। আবার সেই যৌথ অভিযান নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশে এখন মহাসঙ্কট বিরাজ করলেও সরকার তা গা করছে না। একটি মহল হেফাজতের অবরোধের দিন সহিংসতা ঘটিয়ে তার দায় সংগঠনটির নেতাকর্মীদের ওপর চাপাতে চাইছে। সরকার সেই মহলটির ক্রীড়ানক হয়ে কাজ করছে। হেফাজতের ওপর রাতে যে নির্মমতা চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।
রংপুর সফরে গতকাল দুপুরে পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা ও মহানগর সভাপতি ও সাবেক এমপি মসিউর রহমান রাঙ্গা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী, যুব সংহতির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা ছাত্রসমাজ সভাপতি নাজমুল হুদা লাভলু, সেক্রেটারি আশরাফুল হক জবা, মহানগর ছাত্রসমাজ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সেক্রেটারি সোবহান মজিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, দেশের মানুষ ভালো নেই। দেশ আজ আস্তিক আর নাস্তিক এ দুইভাবে বিভক্ত। হেফাজতেরকর্মীরা আসার সময় পুলিশ তাদের পথে পথে বাধা দিয়েছে। বিনা কারণে পুলিশ তাদের ওপর নির্যাতন করেছে। গতবার তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলেন। সেই কর্মসূচিতে সরকার হরতাল ডেকেছে, যা পৃথিবীর নজীরবিহীন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জিকিরের মাধ্যমে ঢাকা অবরোধ করছিলেন। তারা সেখানে বসে কুরআন তেলাওয়াত ও জিকির করছিলেন। শাপলা চত্বরের তাণ্ডবে হেফাজত জড়িত নয়। তারা পবিত্র কুরআন শরিফ পোড়ায়নি। কিন্তু তাদের ওপর দোষ চাপানো হচ্ছে।
এরশাদ বলেন, সাভারের ভবন ধসের ঘটনায় রানাকে বাঁচানোর চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হিন্দু পরিবারের সম্পত্তি দখল করে রানা সেখানে ভবন নির্মাণ করেছে। ছাত্রলীগের কর্মীরা সে দিন জোর করে মেয়েদের ওই ভবনে ঢুকিয়েছে।
এরশাদ বলেন, দেশে নির্বাচন হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে। ৫ মে অবরোধের দিন যে সহিংসতা হয়েছে তা একটি চক্র পরিকল্পিতভাবে করেছে। দেশের ১৬ কোটি মানুষকে নিরাপত্তাহীন রেখে সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে।
এরশাদ বিমানে গতকাল সৈয়দপুরে আসেন। সেখান থেকে তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সড়ক পথে রংপুর নিয়ে আসেন। রংপুরে তিনি পল্লী নিবাসে ওঠেন। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।