রক্তের সাথে উপহাস


নাস্তিক-ব্লগারদের মুক্তি দেয়া শহীদদের রক্তের সাথে উপহাস : মাওলানা আহমাদুল্লাহ আশরাফ_14 May, 2013

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ নাস্তিক-ব্লগারদের জামিনে মুক্তি দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেছেন, নাস্তিক-ব্লগারদের কারণে গোটা দেশ-জাতি ুব্ধ ও উত্তপ্ত এবং যাদের কারণে অসংখ্য আল্লাহ ও রাসূল সা:প্রেমিক মানুষ শাহাদাতবরণ করেছেন সেসব শহীদের রক্তের দাগ শুকানোর আগেই নাস্তিক-ব্লগারদের মুক্তি দিয়ে সরকার প্রমাণ করেছে তাদের দিয়ে এ দেশে নাস্তিক-ব্লগারদের শাস্তি আশা করা যায় না। নাস্তিক-ব্লগারদের মুক্তি শহীদদের রক্তের সাথে উপহাস এবং ৯০ শতাংশ মুসলমানের সাথে বেঈমানির শামিল।

তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মুক্তি প্রদান এবং আলেম-উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন, গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে ধর্মপ্রাণ মুসলিম জনতার ঈমান রার আন্দোলন থামানো যাবে না।
গতকাল কামরাঙ্গীরচর মাদরাসায় উলামায়ে কেরামের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ শায়খুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী, শায়খুল হাদিস মাওলানা ফারুক আহমাদ ও খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রমুখ। বিজ্ঞপ্তি।