আমিরে হেফাজত.....

আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী
আলহামদুলিল্লাহ বরাবরের মত হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেনন ১ম দিনের শেষ অধিবেশনে শুভাগমন করলেন  আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামাহ শাহ্ আহমদ শফী,মুহতরম মহা পরিচালক উম্মুল মাদারেস জামেয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও সংগ্রাী আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। শাইখুল আল্লামা হুসাইন আহমাদ মাদানীর সুযোগ্য খলিফা।
আলহামদুলিল্লাহ এই মুহুর্তে গুরত্বপুর্ণ নছিহত পেশ করছেন মুহতরম আমিরে হেফাজত।