আলহামদুলিল্লাহ বরাবরের মত হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেনন ১ম দিনের ৩য় অধিবেশন শুরু হতে যাচ্ছে, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও নগর সভাপতি আল্লামা হাফেজ তাজুল ইসলাম মহা পরিচালক আলজামেয়াতুল ইসলামিয়া ফিরোজশাহ্'র সভাপতিত্বে গুরত্বপুর্ণ নছিহত পেশ করছেন পিরে কামেল আল্লামা শাহ ছালাহউদ্দীন নানুপুরী সুযোগ্য ছাহেবজা আল্লামা শাহ জমিরুদ্দীন নানুপুরী ও মহা পরিচালক জামেয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা। ঘোষনায় ছিলেন মাওলানা হাফেজ ফয়সাল তাজ যুগ্ম-সেক্রেটারী নগর হেফাজত ও সহকারী পরিচালক আলজামেয়াতুল ইসলামিয়া ফিরোজশাহ্ কলোনী মাদ্রাসা।